কোরআন তেলাওয়াত দিয়ে আ.লীগ নিষিদ্ধের সমাবেশ শুরু

নিউজ ডেস্ক

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ শুরু হয়েছে।

শুক্রবার (৯ মে) দুপুর পৌনে তিনটার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে সমাবেশ শুরু হয়েছে। সমাবেশের শুরুতে কোরআন তেলাওয়াত করেছেন এনসিপি নেতা আশরাফ মাহাদী।

দুপুর থেকেই ছোট ছোট মিছিল নিয়ে ছাত্র-জনতা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে সমাবেশস্থলে এসে যোগ দিচ্ছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং শিক্ষার্থী ও সাধারণ জনতাকে প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে সমাবেশে অংশ নিতে দেখা গেছে।  

এছাড়া ইসলামী বিভিন্ন দলসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও মিছিল সহকারে সমাবেশস্থলে আসছেন। সাধারণ নাগরিকরাও স্বতঃস্ফূর্তভাবে যোগ দিচ্ছেন এই সমাবেশে।

গতকাল (৮ মে) রাত থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকেও এনসিপির নেতাকর্মীদের যমুনার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করতে দেখা যায়। তারা আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আজ শুক্রবার বাদ জুমা মিন্টুরোডের পানির ফোয়ারার সামনে একটি বড় জমায়েতের ঘোষণা দিয়েছিলেন। যমুনার পাশে চলমান বিক্ষোভ কর্মসূচি থেকে তিনি দলমত নির্বিশেষে সবাইকে এ জমায়েতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধআইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করছে সরকার