কোটালীপাড়ায় ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতা

 

হায়দার হোসেন,পপুলার২৪নিউজ:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরন ইউনিয়ন নির্বাচন পরবর্তী সহিংসতায় ১০ টি বাড়ী ভাংচুর হয়েছে। রোববার হিরন ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষনার পর রাতের বেলা ওই ইউনিয়নের লোহারাঙ্ক গ্রামে ৩ নং ওয়ার্ডের বিজয়ী মেম্বার মুসা বিশ্বাসের লোকজন পরাজিত মেম্বার প্রার্থী জাকির দাড়িয়ার ১০ সমর্থকদের বাড়ীতে হামলা চালায়।
এসময় এক স্কুল ছাত্রসহায় ১৫ জন আহত হয়। হামলার ভয়ে ওই এসব বাড়ী পুরুষ শূন্য হয়ে পড়েছে। এঘটনার পর ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, হামলার ভয়ে পালিয়ে যাওয়ার সময় সোমবার সকালে জাকির দাড়িয়ার দুই সমর্থকের উপর প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। পরে পুলিশ হামলাকারীদের কাছ থেকে লুন্ঠিত কিছু মালামালও উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ আক্রান্তদের উদ্ধার করে কোটালীপাড়া থানায় নিয়ে যায়। এলাকায় এখনও আতংক বিরাজ করছে।
এব্যাপারে আক্রান্ত বাবুল সরদার কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। কোটালীপাড়া থানার ওসি কামরুল ফারুক বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধভরণপোষণ চেয়ে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন