কৃষি ব্যাংক ও পল্লী সঞ্চয় ব্যাংকে নতুন এমডি

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ কৃষি ব্যাংক ও পল্লী সঞ্চয় ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনতা ব্যাংকের দুই উপ-ব্যবস্থাপনা পরিচালককে (ডিএমডি) রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেয়া হলো।

জনতা ব্যাংকের ডিএমডি মো. আব্দুল জব্বারকে কৃষি ব্যাংকে এবং একই ব্যাংকের ডিএমডি শেখ মো. জামিনুর রহমানকে পল্লী সঞ্চয় ব্যাংকে পদোন্নতি দিয়ে পদায়ন করা হয়েছে।

কৃষি ব্যাংকের নতুন এমডি ২৬ নভেম্বর ও পল্লী সঞ্চয় ব্যাংকের এমডি ডিসেম্বরের ১ তারিখ কর্মস্থলে যোগদান করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যমান জাতীয় বেতনকাঠামো অনুযায়ী তারা জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ৭৮ হাজার টাকা নির্ধারিত বেতন পাবেন।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রায়ত্ত ৭ ব্যাংকে ডিএমডি হলেন ১৩ জিএম
পরবর্তী নিবন্ধডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০