কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সদস্য নিহত

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সেলিম মোল্লা নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার শেহালা আদাবাড়িয়া মাঠের বাঁধা বটতলায় এ বন্দুকযুদ্ধ হয়।

নিহত সেলিম মোল্লার (৩২) বাড়ি উপজেলার মধুগাড়ী গ্রামে। পুলিশের দাবি, সেলিম ডাকাত দলের সদস্য। বন্দুকযুদ্ধের সময় পুলিশের তিন সদস্যও আহত হয়েছেন।

কুষ্টিয়া ডিবি পুলিশের ওসি সাব্বিরুল ইসলাম জানান, ডাকাতির উদ্দেশ্যে বাঁধা বটতলায় একদল ডাকাত গোপন বৈঠক করছে- এমন খবরে অভিযানে যায় পুলিশ।

উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ৩০ মিনিট চলা বন্দুকযুদ্ধের এক পর্যায়ে ডাকাতেরা পিছু হটে।

পরে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় সেলিম মোল্লাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে ২টি এলজি সার্টারগান, ২টি ছোরা, গুলি ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করে।

সেলিমের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি সাব্বিরুল।

পূর্ববর্তী নিবন্ধগাজীপুরে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল বন্ধ
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর জন্মদিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা