কুমিল্লায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ‘টাউন হল মিটিং’ আয়োজিত

নিজস্ব প্রতিবেদক:
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সিলেট জোন এর নির্ধারিত শাখাসমূহের দিনব্যাপী ‘টাউন হল মিটিং’ কুমিল্লায় অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) – লালমাই অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ২৩ মে, শুক্রবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে টাউন হল মিটিংয়ের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আসাদুজ্জামান ভূঞা এবং উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসেন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএফও (চলতি দায়িত্ব) কামাল হোসেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. তরিকুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আমির হোসেন, মোঃ আবু মুসা, মোঃ রফিকুল ইসলাম, মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং ভাইস প্রেসিডেন্ট মাহমুদ রিয়াদ সহ প্রধান কার্যালয় ও সিলেট জোনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যাংকের সিলেট জোনের প্রধান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজম স্বাগত বক্তব্যের মাধ্যমে সকলকে সভায় উপস্থিতির জন্য ধন্যবাদ জানান। দিনব্যাপী টাউন হল মিটিং-এ ব্যাংকের সিলেট জোনের অন্তর্গত ২০টি শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাফাত উল্লা খান বলেন, “আমরা যারা এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত, তারা সবাই মিলে একটি পরিবার। এই টাউন হল হচ্ছে আমাদের পারস্পরিক সংযোগ, অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যতের করণীয় নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম। ২০২৫ সালের ট্যাগলাইন হিসাবে আমরা গ্রহণ করেছি “ব্যালান্সিং বিজনেস উইথ শরীয়াহ্”, এটি শুধু একটি স্লোগান নয়, বরং আমাদের দায়িত্ব ও অঙ্গীকারের প্রতীক।

তিনি আরও বলেন, “আমরা চাই, আমাদের প্রতিটি শাখা শরীয়াহভিত্তিক ব্যাংকিং এর মাধ্যমে সেবার মান বৃদ্ধি করুক এবং গ্রাহকের আস্থাকে পুঁজি করে এগিয়ে যাক। সবার মতামত নিয়ে একসাথে কাজ করলেই একটি টেকসই ও আধুনিক ইসলামী ব্যাংক হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।”

পূর্ববর্তী নিবন্ধশুধু নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নিইনি : রিজওয়ানা হাসান
পরবর্তী নিবন্ধশপথ কেবল একটা ফরমালিটি : ইশরাক হোসেন