কিম জং উন ‘দুর্বল কুকুরছানা’: ট্রাম্প

পপুলার২৪নিউজ ডেস্ক:

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে নিয়ে ফের উস্কানিমূলক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এক টুইটে উনকে একজন ‘ক্ষুদ্র রকেট মানব’ ও ‘দুর্বল কুকুরছানা’ বলে সম্বোধন করেন তিনি।

বুধবার উত্তর কোরিয়া সর্বোচ্চ শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র-আইসিবিএমের সফল পরীক্ষা চালানোর পর বৃহস্পতিবার উনকে নিয়ে এ বিতর্কিত মন্তব্য করেন ট্রাম্প।

টুইটে উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে নিবৃত্ত করতে ব্যর্থতার জন্য চীনের উদ্যোগেরও সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন, ‘চীনের প্রতিনিধি উত্তর কোরিয়া থেকে ফিরলেন মাত্র। মনে হচ্ছে, ক্ষুদ্র রকেট মানবের ওপর তাদের কোনো প্রভাব নেই।’

উল্লেখ্য, সর্বোচ্চ নেতা কিম জং উনকে নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের বিষয়ে উত্তর কোরিয়া আগে তীব্র প্রতিক্রিয়া ব্যক্তি করেছিল। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে উনকে নিয়ে মন্তব্যের কারণে ট্রাম্পকে মৃত্যদণ্ড দেয়ার কথা বলা হয়েছিল।

আর কিম জং উন নিজেও মার্কিন প্রেসিডেন্টের তীর্যক মন্তব্যের কড়া জবাব দিয়েছিলেন। তিনি ট্রাম্পকে ‘মস্তিস্ক বিকৃত মার্কিন বুড়ো’
সম্বোধন করেছিলেন।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় সানিয়া মির্জা
পরবর্তী নিবন্ধপুরুষের কোন গুণ সবচেয়ে বেশি আর্কষণ করে নারীকে?