কাশ্মিরে তুষার ধস : ১০ ভারতীয় সেনা সদস্যের মৃত্যু

বরফ চাপা পড়ে জম্মু ও কাশ্মীরের গুরেজ সামরিক সেক্টরে বুধবার ও বৃহস্পতিবার দু’দিনে মোট ১০ জওয়ানের মৃত্যু হয়েছে।
সেনা ক্যাম্পে তুষার ধস নামাতেই এই দুর্ঘটনা।
বুধবার থেকেই চলছিল উদ্ধার কাজ। বৃহস্পতিবার ১০ জনের দেহ উদ্ধার করা হয়েছে। এখনও চার জওয়ান নিখোঁজ রয়েছে। বুধবার কাশ্মীরে প্রবল তুষার ধসে এক আর্মি মেজরের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। এ ছাড়া চার বাসিন্দার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ চারজনই একই পরিবারের সদস্য। এরপর থেকেই চলছিল উদ্ধার কাজ। বুধবার বরফের নীচ থেকে সাতজনকে জীবন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল।
বুধবার গুরেজ সেক্টরে ভোর সাড়ে ৪টা নাগাদ বরফের নীচে চাপা পড়ে তারা মারা যান। নিহতরা হলেন- হাবিবুল্লাহ লোন (৫০), তার স্ত্রী আজিজি (৪৮), কন্যা গুলশান বানু (১৯) ও পুত্র ইরফান (১৭)। উদ্ধারকারীরা ওই পরিবারের ১৮ বছর বয়সী সদস্য রিয়াজ আহমেদকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। তুষারধসের সময় তারা সবাই ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।
গত বছর সিয়াচেনে একই রকম দুর্ভাগ্যজনক ঘটনার শিকার হয়ে বরফ চাপায় ১০ ভারতীয় সেনার মৃত্যু হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধইতিহাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবদান এড়াতে পারবে না: সংস্কৃতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধবীমা খাতে গ্রাহকদের আস্থা ফেরানোর নির্দেশ আইডিআরএ’র চেয়ারম্যানের