কাশিয়ানিতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, চিকিৎসা সেবা নিয়েছে চার শতাধিক রোগী

পপুলার২৪নিউজ মেহের মামুন, গোপালগঞ্জ সংবাদদাতা:

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাজড়া গ্রামে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. অসিৎ রঞ্জন দাসের আর্থিক সহযোগিতায় ওই এলাকার ৪শ রোগীকে বিনা মুল্যে চিকিৎসা সেবা ও বিনা মুল্যে ওষুধ দেয়া হয়।

কাশীয়ানির মাজড়া গ্রামে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. অসিৎ রঞ্জন দাস, স্বাস্থ্য বিভাগের সহকারী উপ-পরিচালক ডা. আমিনুল ইসলাম, মুকসুদপুর হাসপাতালের আরএমও মা ও শিশু বিষেশজ্ঞ ডা. মনিমউল হাবিব, সহকারি মেডিক্যাল অফিসার ডা. সুমন সাহা প্রমুখ।

আয়োজক ডা: অসিৎ রঞ্জন দাস জানান পিতার মৃত্যু বার্ষীকি উপলক্ষে প্রতি বছর ফ্রি মেডিক্যাল ক্যাম্প করা হয়। এ বছর সেবার আওতায় প্রায় চার শতাধিক বিভিন্ন রোগীকে মানুষকে ফ্রি চিকিৎসাপত্র ও ওষুধ প্রদান করা হয়েছে। আগামীতে এই সেবার মান আরও উন্নত করা হবে।

পূর্ববর্তী নিবন্ধ‘বাহুবলী থ্রি’ বানাতে চান রাজমৌলি!
পরবর্তী নিবন্ধভারতে গ্যাসের ঝাঁজে অসুস্থ ১৫০ শিক্ষার্থী