কাল বৈশাখী ঝড়ে ছাতকে ব্যাপক ক্ষয়-ক্ষতি

নুর উদ্দিন ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ছাতকে কাল বৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়েছে দু’সহস্রাধিক বসত-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, গাছ-পালাসহ বিদ্যুৎ ব্যবস্থা। ঝড়ে অন্তত ২০ ব্যক্তি আহত হয়েছে। উপজেলার ১৩ ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুর্নিঝড়ে আঘাত হানে রোববার মধ্যরাতে। দীর্ঘস্থায়ী প্রচন্ড কালবৈশাখী ঝড়ে ইউনিয়ন ও পৌরসভার শহস্রাধিক কাচা-ঘর বাড়ি বিধ্বস্ত হয়। কাচা, আধাকাঁচা ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, গাছ-পালা, ব্যবসায়ী প্রতিষ্টানসহ শহরের ক’টি সেমিপাকা দালান ঘর ও ঘরের দেয়াল বিধ্বস্ত হয়েছে। লন্ড-ভন্ড হয়ে পড়েছে গোটা উপজেলার বিদ্যূৎ ব্যবস্থা। প্রায় ২৪ ঘন্টা উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যূৎহীন অবস্থায় ছিল। ছাতক পৌরসভাসহ উপজেলার ভাতগাঁও, সিংচাপইড়, জাউয়াবাজার, চরমহল্লা, দোলারবাজার, উত্তর খুরমা, দক্ষিন খুরমা, ছৈলা-আফজলাবাদ, গোবিন্দগঞ্জ-সৈদেরগাও, কালারুকা, ছাতক সদর, নোয়ারাই ও ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঝড়ে কাচা ঘর-বাড়ি বিধ্বস্ত হলে অনেকেই পরিবার-পরিজন নিয়ে খোলা আকাশের নীচে রাত্রী যাপন করতে হয়েছে। গাছ-পালা ও ঘরের চালা উপড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে শত-শত পরিবার। বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতে হিম-শিম খেতে হয়েছে কর্তৃপক্ষকে।

পূর্ববর্তী নিবন্ধমাথা ন্যাড়া করে দেয়ায় ২ কিশোরের আত্মহত্যার চেষ্টা
পরবর্তী নিবন্ধছাতকে জাউয়াবাজার ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষনা