কারিগরি বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

সনদ বাণিজ্যের ঘটনায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খানকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তার স্থলে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়ে অফিস আদেশ জারি করেছে কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

আলী আকবর খানকে অব্যাহতি দিয়ে সোমবার (২২ এপ্রিল) প্রকাশিত অফিস আদেশে বলা হয়, আলী আকবর খানকে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্তি করা হলো।

অপর প্রজ্ঞাপনে কারিগরি শিক্ষা বোর্ডের আইটিসিসির পরিচালক মো. মামুন উল হককে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

সনদ বাণিজ্যের অভিযোগে ২০ এপ্রিল আলী আকবর খানের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। এরআগে ১ এপ্রিল একেএম শামসুজ্জামানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধ২ বছরের জন্য টাইগারদের পারফরম্যান্স অ্যানালিস্ট মহসিন শেখ
পরবর্তী নিবন্ধব্যর্থতার দায় নিয়ে ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ