কারাগারে চিকিৎসক নিয়োগের পর প্রত্যাহার, হাইকোর্টের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

বন্দিদের জন্য দেশের কারা হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগের পর প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট।

মঙ্গলবার (১ নভেম্বর) এ বিষয়ে দায়ের করা আবেদনের ওপর শুনানি হয়। শুনানিতে চিকিৎসক নিয়োগ দিয়ে আবার তাদের প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন উপস্থাপন করলে আদালত ক্ষোভ প্রকাশ করেন। পরে এ বিষয়ে শুনানির জন্য আগামী মঙ্গলবার (৮ নভেম্বর) পরবর্তী দিন ঠিক করেন আদালত।

রিটকারী আইনজীবী অ্যাডভোকেট জেআর খান রবিন আদেশের বিষয়টি নিশ্চিত করেন।

বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ ক্ষোভ প্রকাশ করার পর শুনানির জন্য এই দিন ঠিক করে আদেশ দেন।

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও অ্যাডভোকেট জেআর খান রবিন। অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে শুনানিতে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

আইনজীবী জেআর খান রবিন জানান, এর আগে ২০২০ সালের ১৪ জানুয়ারি দেশের কারাবন্দিদের চিকিৎসার জন্য কারা হাসপাতালগুলোতে কত চিকিৎসক প্রয়োজন তা জানাতে কারা কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে চিকিৎসক নিয়োগের বিধিমালা চূড়ান্ত না হওয়া পর্যন্ত নিয়োগের ক্ষেত্রে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তাও জানতে চাওয়া হয়েছিল।

ওই নির্দেশনার পর কারা কর্তৃপক্ষের সংশ্লিষ্টদের পক্ষ থেকে ওই বছরের ২৯ জানুয়ারি একটি প্রতিবেদন দিয়ে আদালতকে জানানো হয়, কারাগারের হাসপাতালগুলোতে মোট ২৪ জন চিকিৎসক রয়েছেন। যদিও হাসপাতাল অনুসারে চিকিৎসক প্রয়োজন ১৪১ জন। পরে বাকি ১১৭ জনকে নিয়োগ দেওয়া হবে। এর পরপরই আরও চিকিৎসক নিয়োগ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। ওই নিয়োগের পরে সেখানে মোট চিকিৎসকের সংখ্যা দাঁড়ায় ১১২ জনে। কিন্তু এর মধ্যে নিয়োগ পাওয়া চিকিৎসকদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশ পায়।

এরপর চিকিৎসক নিয়োগের পর তা প্রত্যাহার করে নেওয়ার কারণ জানতে চেয়ে হাইকোর্টে আবেদন করেন আইনজীবী জেআর খান রবিন। ওই আবেদনের ওপর আজ হাইকোর্টে শুনানি হয়।

শুনানিতে রিটকারী আইনজীবী অভিযোগ তোলেন, যেখানে কারা হাসপাতালে প্রয়োজনের তুলনায় চিকিৎসক (ডা.) নেই। সেখানে কর্তৃপক্ষ নিয়োগ দেওয়ার পর তা প্রত্যাহার করে নিয়েছেন। তাহলে কারাবন্দিদের চিকিৎসার কি হবে? তখন আদালত ক্ষোভ প্রকাশ করেন। এরপর শুনানির জন্য ৮ নভেম্বর দিন ঠিক করেন আদালত।

পূর্ববর্তী নিবন্ধকুমিল্লায় ভুয়া ডিবির সংঘবদ্ধ চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধরূপালী ব্যাংকে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত