কারন ছাড়াই শেয়ারবাজারে দরপতন চলছেই নি:স্ব হচ্ছে বিনিয়োগকারীরা


ফিরোজ মিয়া: দেশের শেয়ারবাজার আগের দিনের ধারাবাহিকতায় রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসও সূচকের নিন্মমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেনও। আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক টাকার পরিমাণে লেনদেন কমে সাড়ে ৩ মাস আগের অবস্থানে নেমে গেছে। এদিকে বাজার সংশ্লিষ্টরা মনে করেন, কারন ছাড়াই গত কয়েক মাস ধরে শেয়ারবাজারে দরপতন চলেছে। তারা মনে করেন, এখন শেয়ারবাজার ভালো থাকার কথা। এখন উল্টা ভাবে শেয়ারবাজার দরপতন হচ্ছে। সংশ্লিষ্টরা আরও বলেন, এখন দেশের রাজনৈতিক অস্থিরতা নেই দেশের অর্থনীতির অবস্থায়ও ভালো তার প্রভাবও শেয়ারবাজারে নেই। এবিষয়ে কামাল হোসেন নামে এক বিনিয়োগকারী বলেন, গত দুই মাস আগে শেযারবাজারে আড়াই লাখ টাকা বিনিয়োগ করেছিলাম এখন সেই টাকা কমে দের লাখ টাকা হয়েছে। তিনি বলেন, এভাবে শেয়ারবাজার নিরবে দরপতন চলতে থাকলে আমরা সাধারণ বিনিয়োগকারীরা নি:স্ব হয়ে যাবো। জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৩৩ পয়েন্টে। যা ৩ মাস ১০ দিন বা ৬৫ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০১৮ সালের ২৭ ডিসেম্বর আজকের চেয়ে কমে অবস্থান করছিল ডিএসইএক্স। ওই দিন ডিএসইএক্স ছিল ৫ হাজার ৩৮৫ পয়েন্টে। আজ অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১১ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্টে কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৫৮ ও ১৯৪২ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৩০ কোটি ৫৪ লাখ টাকার। ডিএসইতে আজকের লেনদেন ৩ মাস ২০ দিন বা ৭২ কার্যদিবসের মধ্যে সবচেয়ে কম। এর আগে ২০১৮ সালের ১৭ ডিসেম্বর ডিএসইর লেনদেন আজকের চেয়ে কম হয়েছিল। ওই দিন লেনদেন হয়েছিল ৩১৪ কোটি টাকার।

এদিন ডিএসইতে ৩৪৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭২টির বা ২১ শতাংশের, শেয়ার দর কমেছে ২৩৬টির বা ৬৯ শতাংশের এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৩৫টির বা ১০ শতাংশ প্রতিষ্ঠানের।

ডিএসইতে আজ টাকার পরিমাণে সর্বোচ্চ লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ার। কোম্পানিটির ৩৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৮ কোটি ৮৯ লাখ টাকার লেনদেনে দ্বিতীয় স্থানে ফরচুন সুজ এবং ১৫ কোটি ৭৩ লাখ টাকা লেনদেনে তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ সাবমেরিন কেবল।

টপটেন লেনদেন উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে – গ্রামীণফোন, মুন্নু সিরামিক, ইস্টার্ন কেবলস, আলিফ ইন্ডাস্ট্রিজ, বৃটিশ আমেরিকান ট্যোবাকো, ন্যাশনাল পলিমার এবং ন্যাশনাল টিউবস।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৫৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৪১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৭টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দর। সিএসইতে আজ ৯৫ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

পূর্ববর্তী নিবন্ধছাত্রী যৌন নিপীড়ন, বশেমুরবিপ্রবি সেই শিক্ষককে অব্যাহতি
পরবর্তী নিবন্ধমুকসুদপুর জেকে এমবি মল্লিক উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন