কামব্যাক করবো, দলকে জাগিয়ে তুলবো: বার্সা কোচ

স্পোর্টস ডেস্ক:

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত বার্সেলোনা ছিল ৩-২ গোলে এগিয়ে। এরপর ৯৩ মিনিটে সমতায় ফেরে ইন্টার মিলান এবং ম্যাচ নিয়ে যায় অতিরিক্ত সময়ে। বার্সা সর্থকদের স্তব্ধ করে ৯৯ মিনিটে ডেভিড ফ্রাত্তেসির গোলে ৪-৩ ব্যবধানে লিড নেয় ইন্টার ও অবশেষে ১২০ মিনিটের লড়াইয়ে জয়ও নিশ্চিত করে। দুই লেগ মিলিয়ে ৭-৬ অগ্রগামিতায় ফাইনালে যায় ইন্টার, বাদ পড়ে বার্সা।

ইন্টারের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর হতাশা প্রকাশ করেন বার্সা কোচ হানসি ফ্লিক। তবে দলের পারফরম্যান্সের প্রশংসা করেন এবং দলকে আরও শক্তিশালী করে গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।

ফ্লিক বলেন, ‘আমি হতাশ, তবে দলের পারফরম্যান্স নিয়ে নয়। তারা যা পারত, সব করেছে এবং দুর্দান্ত খেলেছে। আমরা বিদায় নিয়েছি, কিন্তু পরের মৌসুমে আবার চেষ্টা করব। আমরা চেষ্টা করবো সমর্থক এবং ক্লাবের গর্ব হয়ে উঠতে।’

খেলোয়াড় এবং সমর্থকদের জন্য উৎসাহ দিয়ে ফ্লিক বলেন, ‘আমরা এখান থেকে শিখবো, উন্নতি করবো। আমরা শিখতে চাই এবং পরের মৌসুমে ফিরে আসবো।’

নিজেদের ঘাটতির জায়গা স্পষ্ট করে বার্সা কোচ বলেন, ‘আমরা একটি তরুণ দল এবং আমাদের (আরও) পরিণত হতে হবে। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি এবং আমাদের রক্ষণভাগ ও অন্যান্য দিকগুলোতে উন্নতি করতে হবে। এই মৌসুমে এবং পরবর্তী মৌসুমে আমরা লড়াই চালিয়ে যাবো।’

আগামী রোববার লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সা। এই ম্যাচ লা লিগার এবারের মৌসুমের শিরোপা নির্ধারক হিসেবে কাজ করবে। ওই ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার শোককে শক্তিতে রূপান্তর করতে চান ফ্লিক।

৬০ বছর বয়সী জার্মান মাস্টারমাইন্ড বলেন, ‘এই ম্যাচ শেষ। এখন আমাদের উঠে দাঁড়াতে হবে এবং সামনে তাকাতে হবে। কারণ ক্লাসিকো সামনে। আমি দলকে জাগিয়ে তুলবো।’

ইন্টারের প্রশংসা করেছেন ফ্লিক। ফাইনালে যাওয়া ইতালিয়ান ক্লাবকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। বলেন, ‘আমি ইন্টারকে মিউনিখে শুভেচ্ছা জানাই। তারা দুর্দান্ত খেলেছে এবং একটি অসাধারণ দল। তারা ভালোভাবে রক্ষণ করে, একসঙ্গে কাজ করে এবং তাদের দলে ভালো স্ট্রাইকারও আছে।’

ম্যাচে রেফারির কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলে ফ্লিক বলেন, ‘আমি রেফারিকে নিয়ে কিছু বলতে চাই না। তবে যেসব সিদ্ধান্ত ৫০-৫০ ছিল, সবই তাদের পক্ষে গিয়েছে। আমাদের সেটা মেনে নিতে হবে।’

পূর্ববর্তী নিবন্ধভারতের হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ২৬
পরবর্তী নিবন্ধসৌদি পৌঁছেছেন ৩২৫৮৮ হজযাত্রী