কাতার অবরোধ মোকাবেলায় সক্ষম: আল-ইমাদি

পপুলার২৪নিউজ ডেস্ক:
কাতার তার প্রতিবেশীদের আরোপিত অবরোধ মোকাবেলা করতে সক্ষম বলে জানিয়েছে দেশটির অর্থমন্ত্রী আলী শরিফ আল-ইমাদি। খবর রয়টার্স ও বিবিসি।

সিএনবিএস টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, অবরোধের মধ্যেও কাতার খুব স্বাভাবিকভাবেই তার অর্থনীতিকে সক্রিয় রাখতে পারবে। সোমবার মন্ত্রীর ওই স্বাক্ষাৎকার প্রচার করা হয়।

মন্ত্রী বলেন, ‌অবরোধের কারণে কাতার ক্ষতিগ্রস্থ হবে না তা নয়। তবে অনেকে মনে করছে শুধু কাতার ক্ষতিগ্রস্থ হবে, কিন্তু এখানে ক্ষতির দিকটি সমান সমান। আমরা একটি ডলার হারালে তারাও (অবরোধকারীরা) একটি ডলার হারাবে।

কাতার এখন তুর্কি, ইরান, ইউরোপ বা পূর্বাঞ্চল থেকে খাদ্য আমাদনি করতে পারে। এতে একদিকে ভাল হয়েছে, কাতারের অর্থনীতিতে নতুন বৈচিত্র্য আসছে। মন্ত্রব্য করেন কাতার অর্থমন্ত্রী।

তবে বর্তমানে কাতার বৈদেশিক মুদ্রা বিনিময় বাজার নিয়ে দেশের অভ্যন্তরে চাপে রয়েছে বলে আন্তর্জাতকি গণমাধ্যমে খবর প্রকাশ পাচ্ছে।

এ বিষেয় মন্ত্রী সাক্ষাৎকারে বলেন, ‌মাথাপিছু আভ্যন্তরীণ উৎপাদনের চেয়ে ২৫০ গুণ বেশি রিজার্ভ ও বিনিয়োগ তহবিল রয়েছে ।সে কারণে কাতারের জনগণের উদ্বীগ্ন হওয়ার কিছু নেই।

পূর্ববর্তী নিবন্ধবৈরী আবহাওয়ায় কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ
পরবর্তী নিবন্ধকাতার বিশ্বকাপে সমস্যা হবে না: ফিফা সভাপতি