কাটালীপাড়ায় জলবায়ু সহনশীল গ্রামীণ অবকাঠামো প্রকল্প বিষয়ক কর্মশালা

হায়দার হোসেন, গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জলবায়ু সহনশীল গ্রামীণ অবকাঠামো প্রকল্প বিষয়ক দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে ও ডানিডার সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালাটির উদ্বোধন করেন। গোপালগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী এ কে ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাকচী,উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা,মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী সরকার,ইউপি চেয়ারম্যান নাদের আলী মিয়া,কামরুল ইসলাম বাদল, গোলাম কিবরিয়া দাড়িয়া,উত্তম কুমার বাড়ৈ, হান্নান শেখ বক্তব্য রাখেন।

পূর্ববর্তী নিবন্ধকাশিয়ানীতে গরুসহ গরু চোর আটক
পরবর্তী নিবন্ধ‘১৫ ফেব্রুয়ারি ও ৫ জানুয়ারির মতো নির্বাচন আর নয়’