কসবায় কবিরাজকে গলা কেটে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইয়ুমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের নিজ বাড়ি থেকে ফরিদ মিয়া (৪৭) নামের এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার রাতের কোনো একসময় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় ওই বাড়িতে পরিবারের অন্য লোকজন ছিল না। খুনের শিকার ফরিদ মিয়া জগন্নাথপুর গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে। তিনি পেশায় এক কবিরাজ ছিলেন। এ ঘটনায় সকাল ৯টা নাগাদ কাউকে গ্রেপ্তার করা যায়নি।

কসবা থানা ওসি মো. মহিউদ্দিন জানান, শনিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নিহতের নিজ বাড়ির বারান্দা থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে- এ নিয়ে এখনো কিছু নিশ্চিত হওয়া যায়নি। কবিরাজি পেশার সূত্র ধরে তার বাড়িতে বিভিন্ন ধরনের লোকজনের যাওয়া-আসা ছিল।

লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধঘুষের টাকা শোধ না করায় প্রকৌশলীর পিটুনিতে হাসপাতালে কর্মচারী
পরবর্তী নিবন্ধবিশ্বায়নবিরোধী প্রবণতায় উদ্বেগ জাকারবার্গের