কলার খোসা দিয়ে তৈরি হচ্ছে জিনসের প্যান্ট!

পপুলার২৪নিউজ ডেস্ক:

কলা পুষ্টিকর খাবার। কিন্তু এই কলাই যে শুধু খাওয়া নয়, পরার কাজেও ব্যবহৃত হবে, একথা কে বা ভাবতে পেরেছিল! কিন্তু সম্প্রতি এমন ঘটনাই ঘটল। তেমন অদ্ভুত এক ঘটনা হলো কলার খোসা দিয়ে জিনসের প্যান্ট তৈরি।

জানা গেল কলার খোসা দিয়ে জিনসের প্যান্ট তৈরির কথা। আর এ অসম্ভব কাজটিই করেছেন ভারতের তাঁতিরা।

ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দের খবর, ভারতের চেন্নাইয়ের একটি গ্রাম আনাকাপুথুর। আর এই গ্রামের তাঁতির কলার খোসা দিয়ে জিনসের প্যান্ট তৈরি করেছেন। সুতা আর কলার খোসা দিয়ে তৈরি এই জিনস গরমে বেশি ঘাম টেনে শুষে নিচ্ছে।

এই জিনসের বোতাম কী দিয়ে তৈরি হচ্ছে জানেন? না প্লাস্টিক বা ধাতব বোতাম নয়, তা তৈরি হয়েছে নারকোলের মালা দিয়ে। এর কারণ, তাঁতিরা চাইছেন, সম্পূর্ণভাবে পরিবেশবান্ধব জিনস বানাতে।

বর্তমানে সারা বিশ্বেই যেন পরিবেশবান্ধব জিনিসের জয়জয়কার। আর এ অবস্থায় এমন জিনিস যে সবার প্রশংসা পাবে, এ কথা চোখ বন্ধ করেই বলা যায়।

পূর্ববর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনায় তিন জেলায় ৯ জনের প্রাণহানি
পরবর্তী নিবন্ধবোরকা নিষিদ্ধ করা উচিত কারণ…