কলাতলীতে ইয়াবা ও টাকাসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
কক্সবাজার শহরের কলাতলী আদর্শগ্রাম এলাকার সামনের রাস্তা থেকে ইয়াবা ও নগদ টাকাসহ তিন যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- টেকনাফ সদরের আউলিয়াবাদ এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মো. শওকত আলম (২২), শাহ পরীরদ্বীপ এলাকার মৃত মো. আমিনের ছেলে মো. আয়াজ (২০) ও কুমিল্লার নাঙ্গলকোট দক্ষিণ শাকতলী এলাকার মো. আবুল কালামের ছেলে মো. জহিরুল ইসলাম (২৬)।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সৈয়দ মোহসিনুল হক জানান, কলাতলী আদর্শ গ্রামের টিভি টাওয়ারের সামনে মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহেদা সুলতানার নেতৃত্বে র‌্যাবের একটি দল অভিযান চালায়।

ঘটনাস্থল থেকে তিন যুবককে আটক করে তাদের দেহ তল্লাশি করে ৭ হাজার ৯৬০ পিস ইয়াবা ও নগদ ২৯ হাজার ৮০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৩১ লাখ ৮৪ হাজার টাকা মাত্র। ইয়াবাসহ গ্রেফতারদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইন্দোনেশিয়ায় ঘূর্ণিঝড়ে নিহত ২০
পরবর্তী নিবন্ধশ্রীপুরে ম্যানেজারকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই