কলম্বিয়ায় ভূমিধসে নিহত বেড়ে ২৫৪

পপুলার২৪নিউজ ডেস্ক:
কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিধসে নিহত বেড়ে দাঁড়িয়েছে ২৫৪ জনে।

দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিধসে ২৫৪ জন নিহত হয়েছেন। ৪০০ শতাধিক আহত ও অন্তত ২০০ জন নিখোঁজ রয়েছেন।

আক্রান্ত ১৭টি অঞ্চলের ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতায় এক হাজার ১শ’ সেনাবাহিনীর সদস্যসহ আইনশৃংখলা বাহিনী কাজ করছে। খবর রয়টার্স, বিবিসির।

শুক্রবার রাতভর ভারী বৃষ্টির ফলে নদীর পানি পাড় উপচে মোকোয়া শহর প্লাবিত হয়ে যায়। শনিবার সকালে ধসে পড়ে বহু ঘর, মাটির নিচেও বাড়িঘর চাপা পড়ে।

ধ্বংসস্তূপে শ্বশুরকে খুঁজে ফেরা ৪২ বছর বয়সী মারিও উসালে জানান, শুক্রবার রাত ১১টা থেকে ১টা পর্যন্ত ভারী বৃষ্টিপাত ও ঝড় হয়। এতে আমার শাশুড়িও নিখোঁজ হন। দুই কিলোমিটার দূরে তাকে মাথায় গুরুতর জখম অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে। তবে তার জ্ঞান রয়েছে।

ইতিমধ্যেই দুর্গত এলাকা পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। ওই এলাকায় জরুরি অবস্থাও ঘোষণা করেছেন তিনি।

প্রেসিডেন্ট জানান, আক্রান্ত এলাকা থেকে ৩ লাখ ৪৫ হাজার বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে।

তিনি এ সময় আক্রান্ত পরিবারের সঙ্গে কথা বলেন। সান্তোস বলেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে। নিহত আরও বাড়ছে। আক্রান্তদের সাহায্যে সম্ভব সব কিছু করা হবে।’

উদ্ধারকাজে নিয়োজিত একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন, মোকোয়া শহরের মূল হাসপাতালে আহত মানুষদের সামলাতে হিমশিম খাচ্ছেন কর্মকর্তারা।

শহরটির গভর্নর সরেল আরোকা কলম্বিয়ার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আশপাশের সব এলাকা মাটিতে চাপা পড়ে গেছে।

এদিকে, উদ্ধার কর্মীরা জানাচ্ছেন, খারাপ আবহাওয়ার কারণে এবং রাস্তাঘাট ভেঙে পড়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

কলম্বিয়ার এ ঘটনায় বিভিন্ন দেশের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। মেক্সিকো, আর্জেন্টিনা ও ফ্রান্স তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৫ জানুয়ারির নির্বাচনের পর আন্দোলন স্থগিত করা ভুল ছিল: খালেদা
পরবর্তী নিবন্ধঅটিস্টিক ব্যক্তিও রাষ্ট্রের অন্যান্য নাগরিকদের সমমর্যাদার অধিকারী:রাষ্ট্রপতি