করোনায় ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৭৩

নিজস্ব প্রতিবেদক:

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৯৪১ জনে।

এ সময়ে নতুন করে আরও এক হাজার ৯৭৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট কারোনা আক্রান্ত শনাক্ত হয়েছে দুই লাখ ৯৪ হাজার ৫৯৮ জন।

রোববার (২৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনায় মৃত ৩৪ জনের মধ্যে পুরুষ ২৪ জন ও নারী ১০ জন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩১ জন এবং বাড়িতে মারা গেছেন তিনজন।  আর গত ২৪ ঘণ্টার মধ্যে সুস্থ হয়েছেন আরও তিন হাজার ৫২৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন এক লাখ ৭৯ হাজার ৯১ জন।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯১টি আরটি-পিসিআর ল্যাবে ১০ হাজার ৯৫৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১০ হাজার ৮০১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৪২ হাজার ৬৫৬টি।

এর আগে শনিবার (২২ আগস্ট) দেশে আরও ২ হাজার ২৬৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৪৬ জনের মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধমাশরাফির মা-বাবা করোনামুক্ত
পরবর্তী নিবন্ধঢাকা-কুয়ালালামপুর রুটে ফ্লাইট বাড়াল ইউএস-বাংলা