করোনায় আরও ১৬ জনের মৃত্যু, শনাক্ত ৪৪৩

নিজস্ব প্রতিবেদক:

কোভিড-১৯ মহামারিতে দেশে প্রাণহানি কিছুটা কমতে শুরু করার পর আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ১৬ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪৪৩ জন।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর সবশেষ পরিস্থিতি নিয়ে বুধবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়, বুধবার সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৪৪৩ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪১ হাজার ৮৭৭ জনে দাঁড়িয়েছে।

আর গত এক দিনে মারা যাওয়া ১৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ৩১৪ জনে দাঁড়িয়েছে।

এছাড়া ৬৩৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত ২৪ ঘণ্টায়। এ নিয়ে  সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৮৯ হাজার ২৫৪ জন হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

গত কয়দিনে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা কমে আসার খবর দিচ্ছিল স্বাস্থ্য অধিদফতর। মঙ্গলবার ১১ জনের মৃত্যুর খবর দেয়। এর আগে গত কয়েকদিনে মৃত্যু সিঙ্গেল ডিজিটে ছিল। আজ আবার সেই সংখ্যা বেড়ে গেল।

পূর্ববর্তী নিবন্ধশক্তিশালী নির্বাচন ব্যবস্থা গড়তে সহযোগিতা করেনি বিএনপি : কাদের
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংক রাজশাহী জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত