পপুলার২৪নিউজ ডেস্ক:
বছর পাঁচেকের একটি ছেলে কলকাতার রাস্তায় হঠাৎ হারিয়ে যায়। পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করে সে ক্লান্ত।
এমন সময় এক অস্ট্রেলীয় দম্পতি তাকে দত্তক নেয়। ২৫ বছর বাদে সেই ছেলে নিজের হারানো পরিবারকে খুঁজতে শুরু করে। সেখান থেকেই গল্প শুরু। বইয়ের নাম A Long Way Home। আর এই গল্প নিয়েই তৈরি হয়েছে লায়ন। ছবিটি মুক্তি পাওয়ার কথা ২৪ ফেব্রুয়ারি।
ছবিটিতে অভিনয় করছেন দেব প্যাটেল, দীপ্তি নাভাল, তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা বোস, নওয়াজ়উদ্দিন সিদ্দিকি, নিকোল কিডম্যান, কৌশিক সেন ও ঋদ্ধি সেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন দেব প্যাটেল। ছবিটি দেখে নাকি এতটাই ইমোশনাল হয়ে পড়েছিলেন করণ যে চোখের জল ধরে রাখতে পারেননি।
সে কাঁদুন। ক্ষতি নেই। কিন্তু কেঁদে টুইট করতে গেলেন কেন? প্রশ্ন সেখানেই। হয়তো ২৪ ফেব্রুয়ারির কথা ভেবেই জানুয়ারি থেকে কান্না শুরু হলো। প্রমোশনের কী বৈচিত্র!
একটা সময় ছিল ছবি হিট হতো নিজগুণে। এখন হিটের কত উপায়! গান শুনিয়ে হিট, নেচে হিট, টিভিতে ক্লিপিংস দেখিয়ে হিট, সোশাল মিডিয়া… কত কত রাস্তা। সর্বশেষ কনসেপ্ট সম্ভবত কেঁদে হিট।