কবি আখতার হুসেনের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তা

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত কবি ও ছড়াকার আখতার হুসেনের চিকিৎসার জন্য ৩২ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার কার্যালয়ে অনুদানের চেক আখতার হুসেনের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।আখতার হুসেন দীর্ঘদিন ধরে দুরারোগ্য প্রোস্টেট গ্ল্যান্ড ক্যান্সারে ভুগছেন। চেক গ্রহণ করে আখতার হুসেন প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় তাকে আপ্লুত হয়ে কেঁদে ফেলতে দেখা যায়।

এর আগেও প্রধানমন্ত্রী আখতার হুসেনের চিকিৎসার জন্য ৩ লাখ টাকার অনুদান দিয়েছিলেন। এ সময় অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর উপস্থিত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে জনকের মুখ নামে একটি বই প্রকাশ করেন আখতার হুসেন।

পূর্ববর্তী নিবন্ধপশতু ভাষায় তামিম-সাকিবের টুইট
পরবর্তী নিবন্ধ১০ ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন যে কারণে, এখন সেটাই করছেন প্রিয়াঙ্কা