কচুয়ায় মনসুরউদ্দীন মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


এম.সাইফুল মিজান ও গিয়াস উদ্দীন মোল্লা, কচুয়া (চাঁদপুুর)প্রতিনিধি:
কচুয়ায় ড. মনসুরউদ্দীন মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর ১ কচুয়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক সচিব ও এনবিআরের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম হোসেন। এ সময় তিনি বলেন, আমাদের মাতৃভাষা বাংলা আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি লাভ করেছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য ভাষার শুদ্ধ প্রয়োগ করে আমাদের মাতৃভাষার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোস্তাক আহাম্মাদের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিচালক প্রফেসর হারাণ চন্দ্র দেবনাথ, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ জামাল নাছের, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহকারী পরিচালক মোঃ আবুল খায়ের মুন্সি, কলেজের সাবেক অধ্যক্ষ তাপস কুমার দত্ত, গোহট উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ আঃ হাই মুন্সি প্রমূখ।
এসময় অনুষ্ঠান পরিচালনা করেন,কলেজের গণিত বিষয়ক প্রভাষক সুব্রত সুত্রধর ও জীব বিজ্ঞান বিষয়ক প্রভাষক শাহনাজ বেগম।
আলোচনা সভা শেষে কলেজের শিক্ষার্থীরা মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

 

পূর্ববর্তী নিবন্ধজাতিসংঘে বাংলা সময়ের দাবি : মোস্তাফা জব্বার
পরবর্তী নিবন্ধসিরিয়ায় সরকারি বাহিনীর হামলায় নিহত ২০