কচুয়ার পালাখাল ছালেহীয়া আলিম মাদ্রাসা সন্তোষজনক ফলাফল অর্জন

সাইফুল মিজান, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

সদ্য প্রকাশিত এবারের দাখিল পরীক্ষায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল ছালেহীয়া আলিম মাদ্রাসার দাখিলে সন্তোষজনক ফলাফল অর্জন হয়েছে। বিগত দিনে মাদ্রাসাটি আলিম, দাখিল, জেডিসি ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় শতভাগসহ জিপিএ-৫ পেয়ে উপজেলা পর্যায়ে শীর্ষ স্থান দখল করেছে। মাদ্রাসা সূত্রে জানাগেছে, চলতি বছর এ মাদ্রাসা থেকে ৩৩জন শিক্ষার্থী অংশ গ্রহন করে ৩২জন উত্তীর্ণ হয়। শতকরা পাশের হার ৯৬.৯৭%।
মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আব্দুর রাজ্জাক আনোয়ারী জানান, মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর থেকে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টায় প্রতি বছর শতভাগসহ জিপিএ-৫ পেয়ে সন্তোষজনক ফলাফল উপর দিয়ে আসছে। ফলাফলের এ ধারা বজায় রাখতে শিক্ষকদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ পাঠান উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

পূর্ববর্তী নিবন্ধআ’লীগের দু’পক্ষের রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধ, নিহত ২
পরবর্তী নিবন্ধজিম্বাবুয়ের শিশুদের নাচ শেখাচ্ছেন প্রিয়াঙ্কা