কক্সবাজারে শতবর্ষী হাতির মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগড় রেঞ্জাধীন বাইশারী বিটের সংরক্ষিত বনাঞ্চলে শতবর্ষী একটি মাদি হাতির মৃত্যু হয়েছে। ঈদগড়-বাইশারী সড়কের হাজিপাড়া এলাকার পাহাড়ের পাদদেশে বসা অবস্থায় হাতিটির মরদেহটি পায় বনকর্মীরা।

শনিবার সকালে নিয়মিত টহলে বের হয়ে মরদেহটি পাওয়া গেলেও কখন হাতিটির মৃত্যু হয়েছে এটি নিশ্চিত করে বলতে পারেনি সংশ্লিষ্টরা।

বাইশারী বিটের বন কর্মকর্তা মিলন কান্তি মন্ডল জানান, বনকর্মীরা প্রতিদিন সকালে নিয়মিত টহলে বের হন। শনিবার সকাল ৯টার দিকে তিনিসহ টহলে বের হয়ে হাজিরপাড়ার পাহাড়ি এলাকায় গেলে একটি মাদি হাতিকে পাহাড়ের পাদদেশে বসা অবস্থায় দেখতে পান। কাছে গিয়ে দেখা যায় এটি মৃত।

ঈদগড় রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ভেটেরেনারি সার্জন মরদেহটি পরীক্ষা করে প্রাথমিক ধারণায় বলেছেন বার্ধক্যজনিত কারণে দুর্বল হয়ে হাতিটি মারা গেছে। তার শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন না থাকায় এমনটি ধারণা করা হচ্ছে। অবয়ব দেখে হাতিটির বয়স শতবছর পার হয়েছে বলে উল্লেখ করে চিকিৎসক বলেছেন, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে হাতিটির মারা যাওয়ার মূল কারণ জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে সালিশি বৈঠকে মেম্বার খুন, আটক ১
পরবর্তী নিবন্ধসাতক্ষীরায় প্রধান শিক্ষকসহ তিন জুয়াড়ি আটক