ওয়েজবোর্ড শুধু বেতন বাড়ায় না, সাংবাদিকদের মর্যাদাকেও এগিয়ে দেয় : সাংবাদিক নেতৃবৃন্দ

পপুলার২৪নিউজ ডেস্ক:
সাংবাদিক নেতৃবৃন্দ নবম ওয়েজবোর্ড গঠনের ঘোষণার দাবি জানিয়ে বলেছেন, ওয়েজবোর্ড সাংবাদিকদের শুধু বেতন বাড়ায় না, তাদের মর্যাদাকেও এগিয়ে দেয়। তাই নবম ওয়েজ বোর্ড গঠন করা এখন সময়ের দাবি। আজ এক ইফতার মাহফিলে নেতৃবৃন্দ এ কথা বলেন।
শুক্রবার রাজধানীর সেগুনবাগিচার ডিআরইউ ভবনের ৫ম তলার হলরুমে ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি)-এর ইফতার মাহফিলে বক্তারা একথা বলেন।
ইফতার পূর্ব আলোচনা সভায় ওয়াইজেএফবি’র সভাপতি তানভীর আলাদিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী।
সংগঠনের ট্রেজারার একে আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন- ডিইউজে’র সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিঞা, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী, বিএফইউজের সাবেক ট্রেজারার খায়রুজ্জামান কামাল, ওয়াইজেএফবি’র সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদের, সংগঠনের সহ-সভাপতি আলী ইমাম সুমন, নারগিস কবির লিন্ডা, ল’ইয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ল্যাব) আহবায়ক এড. কাজি ওয়ালীউদ্দিন ফয়সল ও সেন্টার ফর এশিয়ান থিয়েটারের (সিএটি) সেক্রেটারি জেনারেল মোর্শারফ হোসেন টুটুল প্রমুখ।
বক্তারা,  রোববার ৪ জুন জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করে বলেন, এদিন প্রধানমন্ত্রী সাংবাদিকদের প্রাণের দাবি নবম ওয়েজবোর্ড ঘোষণা করবেন। কারণ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যের সঙ্গে সঙ্গতি রেখে জীবন যাপনে সাংবাদিক সমাজের অনেক কষ্ট হচ্ছে।
ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাওহার ইকবাল খান।
পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধপাকিস্তানে ৫ হাজার জঙ্গির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ