ওলাঁদের ভাষণের সময় গুলি, আহত ২

পপুলার২৪নিউজ ডেস্ক:
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের ভাষণ চলাকালে দেশটির একজন পুলিশ স্নাইপারের বন্দুক থেকে দুর্ঘটনাক্রমে গুলি বের হয়ে দুজন আহত হয়েছেন।

মঙ্গলবার ফ্রান্সের পশ্চিমাঞ্চলীয় শহর ভিলোগাঁয় এ ঘটনা ঘটে। খবর বাসস’র।

ওলাঁদ যে তাবুঁতে ভাষণ দিচ্ছিলেন পুলিশের স্লাইপার বিভাগের ওই কর্মকর্তা সেখান থেকে প্রায় ১০০ মিটার দূরের একটি ছাদে অবস্থান নিয়েছিলেন।

গুলিটি তাঁবুর কাপড় ভেদ করে অস্থায়ী পানশালার একজন ওয়েটারের ঊরু ভেদ করে অন্য একজনের পায়ে বিদ্ধ হয়। তবে আহতদের অবস্থা আশংকাজনক নয়।

ওলাঁদ ওই এলাকায় একটি নতুন রেললাইন স্থাপনের কাজ উদ্বোধন উপলক্ষে বক্তৃতা দিচ্ছিলেন। এমন সময় গুলির আওয়াজ শোনা যায়। এতে তিনি কয়েক মুহূর্ত বক্তৃতা বন্ধ রাখেন।

আহতরা হচ্ছে স্থানীয় একটি হোটেলের প্রধান ওয়েটার ও একটি রেলপথ রক্ষণাবেক্ষণ কোম্পানির কর্মী। পরে ওলাঁদ আহতদের দেখতে যান।

স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, ওই স্নাইপারের বন্দুকের সেপটি ক্যাচ আনলক থাকায় দুর্ঘটনাক্রমে গুলি বের হয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধকুমিল্লা নামে বিভাগের দাবিতে তিতাসে মানববন্ধন
পরবর্তী নিবন্ধপুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত চালকের মৃত্যু