ঐতিহাসিক জয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

পপুলার২৪নিউজ প্রতিবেদক,এস কে কাউছার :

শততম টেস্টে শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও মুশফিক বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন।

আজ বুধবার শততম টেস্টে শ্রীলংকার বিরুদ্ধে ৪ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। শ্রীলংকার বিরুদ্ধে এটি প্রথম জয় ও টেস্টে বাংলাদেশের এটি নবম জয়।

দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ এ ড্র করলো টাইগাররা।

রোববার পি সারা ওভাল স্টেডিয়ামে ঐতিহাসিক শততম টেস্ট জিততে টাইগারদের প্রয়োজন ছিল ১৯১ রানের। তামিম ইকবালের অনবদ্য ৮২ রান জয়ের ক্ষেত্র সহজ করে দেয়। পরে মুশফিকের দৃঢ়তায় শেষ পর্যন্ত ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধহেরাথের জন্মদিনে টাইগারদের উপহার!
পরবর্তী নিবন্ধজয়ের পর যা বললেন টাইগার কোচ হাথুরুসিংহে