এমপি লিটন হত্যায় জামায়াত নেতা সাইফুল রিমান্ডে

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ
5গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার সুন্দরগঞ্জ পূর্বাঞ্চল জামায়াতের আমির সাইফুল ইসলামের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার বিকাল চারটায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মইনুল হাসান ইউছুফ এ রিমান্ড মঞ্জুর করেন।

এরআগে মামলার তদন্তকারী কর্মকর্তা, সুন্দরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আশরাফুজ্জমান তার সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে ৬ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।

রোববার দুপুরে ও রাতে অভিযান চালিয়ে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় জড়িত সন্দেহে সুন্দরগঞ্জ পূর্বাঞ্চল জামায়াতের আমির সাইফুল ইসলামসহ পাঁচজনকে আটক করা হয়।

সুন্দরগঞ্জ থানার ওসি মো. আতিয়ার রহমান জানান,  সাইফুল চেংমারী হাইস্কুলের প্রধান শিক্ষক ও একই এলাকার বাসিন্দা।

এর আগে লিটন হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আহসান হাবীব মাসুদসহ সাতজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার সকালে গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মইনুল হাসান ইউসুফ তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেয়া অন্যরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের রামভদ্র কদমতলা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে হাজী মো. ফরিদ মিয়া (৭৫), রামভদ্র খানাবাড়ী গ্রামের আবদুল করিমের ছেলে হজরত আলী (৪৪), পূর্ব শিবরাম গ্রামের সাবু খন্দকারের ছেলে নবিনুর খন্দকার (৪৫), রামজীবন ইউনিয়নের নিজপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে সামিউল ইসলাম (২৯), শান্তিরাম ইউনিয়নের খামারপাঁচগাছী গ্রামের একরামুল হকের ছেলে হাদিসুর রহমান (৩০) এবং বামনডাঙ্গা ইউনিয়নের উত্তর হাতিবান্দা গ্রামের রোস্তম আলীর ছেলে জিয়াউর রহমান (৩২)।

গত ৩১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন এমপি লিটন। এরপর তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান তিনি।

পূর্ববর্তী নিবন্ধবিক্রেতা শুন্য হামিদ ফেব্রিক্স
পরবর্তী নিবন্ধমূল্য সংশোধনের পরের দিনই চমক