এবার আইএসের টার্গেট প্রিন্স জর্জ

পপুলার২৪নিউজ ডেস্ক:
এবার যুক্তরাজ্যের রাজপরিবারের কনিষ্ঠ সদস্য শিশু জর্জকে নিয়ে হুমকি দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

ডিউক অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়াম ও ডাচেস অব ক্যামব্রিজ ক্যাথরিন এলিজাবেথ মিডলটনের পুত্র প্রিন্স জর্জ। তার পুরো নাম জর্জ আলেকজান্ডার লুইস।

ব্রিটিশ গণমাধ্যম বলছে, ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপের মাধ্যমে আইএস সদস্যদের একটি গ্রুপে সম্প্রতি প্রিন্স জর্জের ছবি আপলোড করা হয়। ওই ছবিতে জর্জকে দেখা যায় থমাস ব্যাটার্সা স্কুলের সামনে দাঁড়িয়ে রয়েছে।

ছবির ক্যাপশনে লেখা হয়- ‘খুব দ্রুত স্কুল শুরু হয়ে গেল!’

এনক্রিপ্টেড মেসেজিং চ্যানেলে পোস্ট করা বার্তায় ব্রিটিশ রাজপরিবারকেও ছাড় দেয়া হয়নি।

তবে এখানেই শেষ নয়; গণমাধ্যম জানায়, ছবি পোস্ট করার পাশাপাশি আইএসের বার্তায় একটি গানের কথাও জুড়ে দেয়া হয়।

যার কথা ছিল- ‘বুলেটের সুরের সঙ্গে যখন যুদ্ধ আসে, আমরা অবিশ্বাসী হয়ে উঠি, প্রতিশোধ নিতে চাই।’

এদিকে রাজপরিবারের ওপর হামলার হুমকি বিষয়ে ব্রিটিশ পুলিশ সচেতন রয়েছে। তবে হুমকির পর নিরাপত্তাব্যবস্থা কেমন জোরদার করা হয়েছে, সে বিষয়ে কিছুই জানায়নি তারা।

এর আগেও আইএস প্রিন্স হ্যারিকে যুদ্ধে নামার উসকানি দিয়ে পোস্ট করেছিল। গত সেপ্টেম্বরে এক ভিডিওবার্তায় তাকে সম্মুখ সমরে আসার আহ্বান জানায় সংগঠনটি।

এ ছাড়া ২০১৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থামার ৭০ বছর উদযাপনে রানি দ্বিতীয় এলিজাবেথের ওপর হামলারও পরিকল্পনা নেয়া হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধবিমান নিয়ে নাশকতার পরিকল্পনা, পাইলট সাব্বিরসহ ৪ জঙ্গি গ্রেফতার
পরবর্তী নিবন্ধঅর্থ আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা