এপ্রিলেই নতুন মহাকাশযান অফিসে যাচ্ছে অ্যাপল

পপুলার২৪নিউজ ডেস্ক:

অ্যাপলের প্রয়াত সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের স্বপ্নের অফিস উদ্বোধন করা হবে চলতি বছরের এপ্রিল মাসে।

বুধবার অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক এক বিবৃতিতে এ ঘোষণা দেন।

২ দশমিক ৯০ মিলিয়ন বর্গফুটের ওই অফিসটির প্রস্তাবনা করেছিলেন স্টিভ জবস। ১৭৫ একর জায়গার ওপরে নির্মিত এই অফিসটি ক্যালিফোর্নিয়ার কোপারটিনোতে অবস্থিত।

২০১১ সালের এক অনুষ্ঠানে স্পেসশিপ আকারের অফিসের প্রস্তাবনা তুলে ধরেন। যেখানে সবুজ গাছ গাছালি দিয়ে পূর্ণ একটি উদ্যানও রাখার কথা বলা হয়।

অর্থনৈতিক কারণে বিশাল আকারের ওই অফিস ভবনটি বানাতে দেরিও হয়। যে কারণে ২০১৫ সালে উদ্বোধন করার কথা থাকলেও তা করতে পারেননি কর্তৃপক্ষ।

ভবনে এক হাজার সিটের একটি মিলনায়তন রয়েছে, যার নামকরণ করা হয়েছে স্টিভ জবসের সম্মানে।

আনুমানিক ৫ মিলিয়ন ডলার ব্যয়ে তৈরি ওই অফিসটিতে এপ্রিল থেকে কার্যক্রম শুরু করতে যাচ্ছে অ্যাপল। অফিস পুরোপুরি স্থানান্তর করতে প্রায় ৬ মাস লেগে যাবে।

এই অফিসটিকে এখন বিশ্বের সবচেয়ে সুসজ্জিত ও সেরা অফিস বলে মনে করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধফোনে কথা বলার স‍ুযোগ পাচ্ছে বন্দিরা : কারা মহাপরিদর্শক
পরবর্তী নিবন্ধভারতের বোলিং তোপে কোণঠাসা অস্ট্রেলিয়া