এনআরবিসি ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত বার্ষিক আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদিত হয়েছে। এছাড়া ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ আগস্ট আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বুধবার (২৮ মে) ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো: আলী হোসেন প্রধানিয়া। সভায় উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক মো: আবুল বশর, মো: আনোয়ার হোসেন, মো: নুরুল হক, ব্যারিস্টার মো: শফিকুর রহমান ও মুহাম্মদ এমদাদ উল্লাহ, এফসিএ। এছাড়া, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ড. মো. তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক কবীর আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হারুনুর রশিদ এবং কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।

আর্থিক প্রতিবেদনসহ অন্য বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেওয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ আগস্ট, বৃহস্পতিবার হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ জুন, বৃহস্পতিবার। এছাড়া বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের আলোকে কোন লভ্যাংশ প্রদান করা হয়নি।
সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত হিসেবে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ৫৫ পয়সা।

এছাড়া এককভাবে ইপিএস দাঁড়িয়েছে ৫ পয়সা এবং শেয়ারপ্রতি এনএভি দাঁড়িয়েছে ১৬ টাকা ৫ পয়সা। এদিকে ২০২৫ সালের জানুয়ারি থেকে ৩১ মার্চ (প্রথম প্রান্তিক) পর্যন্ত সমন্বিত হিসেবে ইপিএস দাঁড়িয়েছে ৮ পয়সা এবং এককভাবে ইপিএস দাঁড়িয়েছে ৬ পয়সা। প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে শেয়ার প্রতি এনএভি দাঁড়িয়েছে ১৬ টাকা ৬৪ পয়সা এবং এককভাবে শেয়ারপ্রতি এনএভি দাঁড়িয়েছে ১৬ টাকা ১৩ পয়সায়।

গত বছর শেষে ব্যাংকটির আমানতের পরিমান দাঁড়িয়েছে ১৮ হাজার ৩২৮ কোটি টাকা। আগের বছর যা ছিল ১৭ হাজার ৫৬৭ কোটি টাকা। একবছরের ব্যবধানে আমানত বেড়েছে ৪.৩৩ শতাংশ। এছাড়া ঋণ বিতরণ ১.৭২ শতাংশ বেড়ে হয়েছে ১৪ হাজার ৭৫৭ কোটি টাকা। ২০২৩ সালে ঋণের পরিমান ছিল ১৪ হাজার ৫০৮ কোটি টাকা। ২০২৪ সাল শেষে পরিচালন মুনাফা করেছে ২১৯ কোটি টাকা। কর প্রদান এবং প্রভিশন সংরক্ষনের পর নিট মুনাফা দাঁড়িয়েছে ৪ কোটি ৪৮ লাখ টাকা।

উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠিত এনআরবিসি ব্যাংক পুঁজিবাজারে নিবন্ধিত হয় ২০২১ সালে। প্রথাগত ব্যাংকিংয়ের পাশাপাশি প্রান্তিক মানুষদেরকে ব্যাংকিং কার্যক্রমের আওতায় আনতে ব্যাপকহারে কার্যক্রম চালাচ্ছে ব্যাংকটি। সেবা বিস্তারের লক্ষে ব্যাংকটি সারাদেশে ১০৯টি শাখা ও ৩৭৭টি উপশাখা স্থাপন করেছে।

পূর্ববর্তী নিবন্ধসোনালী ব্যাংকের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩০তম এজিএম ১৪ আগস্ট