এনআরবিসি ব্যাংকের ডিএমডি হলেন কবীর আহমেদ

পপুলার২৪নিউজ ডেস্ক:

এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন কবীর আহমেদ।
এর আগে তিনি ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। কবীর আহমেদ এনআরবিসি ব্যাংকের ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান এবং প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (ক্যামেলকো)। তিনি ১৯৯১ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে কর্মজীবন শুরু করেন।
পর্যায়ক্রমে তিনি প্রাইম ব্যাংক লিমিটেড, আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডে কাজ করেন। ২০১৩ সাল থেকে কবীর আহমেদ এনআরবিসি ব্যাংকে কর্মরত রয়েছেন।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে বি.কম (অনার্স) এবং এম.কম ডিগ্রী অর্জন করেন।

পূর্ববর্তী নিবন্ধইরফান সেলিমের মামলা বিচারাধীন, এখনই মন্তব্য নয়: র‌্যাব ডিজি
পরবর্তী নিবন্ধমওদুদ আহমেদের শারীরিক অবস্থার অবনতি