লোকসভা নির্বাচনে জয়ী সেলিব্রিটি তালিকা

বহু সিনেমা ও টেলিভিশন তারকারা রাজনৈতিক দুনিয়ায় পা রেখেছেন। তাদের মধ্যে অন্যতম নাম সানি দেওল ও ঊর্মিলা মাতন্ডকর। প্রবীণ অভিনেতা শত্রুঘ্ন সিনহা ও হেমা মালিনীও রয়েছেন এই রাজনৈতিক জগতে।

বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে ভোটের ফলাফল এবং ভারতীয় জনতা পার্টি ২০১৪ থেকেও বেশি ভোট পেয়ে জয়ী হয়েছে ২০১৯এ। এদিকে বহু সিনেমা ও টেলিভিশন তারকারা রাজনৈতিক দুনিয়ায় পা রেখেছেন। তাদের মধ্যে অন্যতম নাম সানি দেওল ও ঊর্মিলা মাতন্ডকর। প্রবীণ অভিনেতা শত্রুঘ্ন সিনহা ও হেমা মালিনীও রয়েছেন এই রাজনৈতিক জগতে।

যে সমস্ত সেলিব্রিটিরা ২০১৯ এর লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন নীচে এক নজরে সেই তারকা লিস্ট:

১. স্মৃতি ইরানি- আমেঠি-জয়ী

২. সানি দেওল (বিজেপি)-গুরুদাসপুর-জয়ী

৩. ঊর্মিলা মাতন্ডকর (কংগ্রেস)- উত্তর মুম্বই-হেরেছেন

৪. নুসরত জাহান (টিএমসি)-বসিরহাট-জয়ী

৫.মিমি চক্রবর্তী (টিএমসি)-যাদবপুর-জয়ী

৬. প্রকাশ রাজ (নির্দল)-ব্যাঙ্গালোর সেন্ট্রাল- হেরেছেন

৭. শত্রুঘ্ন সিনহা (কংগ্রেস)-পাটনা শাহিব-হেরেছেন

৮.দেব (টিএমসি)- ঘাটাল-জয়ী

৯. হেমা মালিনী (বিজেপি)- মধুরা–জয়ী

১০. জয়া প্রদা (বিজেপি)-রামপুর-হেরেছেন

১১. রবি কিষণ (বিজপি)-গোরখপুর-জয়ী

১২. হংস রাজ হংস (বিজেপি)- উত্তর-পশ্চিম দিল্লি-জয়ী

১৩.মনোজ তিওয়ারি (বিজেপি)-উত্তপ-পূর্ব দিল্লি- জয়ী

১৪. মুনমুন সেন (টিএমসি)- আসানসোল-হরেছেন

১৫. বাবুল সুপ্রিয় (বিজেপি)-আসানসোল-জয়ী

১৬. নিখিল কুমারস্বামী ( জেডিএস)- হেরেছেন

১৭. কিরণ খের (বিজেপি)- চণ্ডীগড়- জয়ী

পূর্ববর্তী নিবন্ধপুলিশের চাকরির ৯ হাজার ৬৮০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছেন মোদি