একাধিক প্রকল্পের পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

একজন ব্যক্তির একাধিক প্রকল্পের পরিচালক (পিডি) হওয়ার বিষয়টি আর সহ্য করা হবে না। যারা একাধিক প্রকল্পের পিডির দায়িত্ব পালন করছেন, তাদেরকে বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৩ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশ দেন। একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সংশ্লিষ্টরা বলছেন, একজন পিডি একাধিক প্রকল্পের দায়িত্বে থাকলে কাজ যথাসময়ে ও যথাযথভাবে করা তার পক্ষে সম্ভব হয় না। ফলে প্রকল্পের সময় ও খরচ বেড়ে যায়।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এই যে পিডি নিয়োগ, একই ব্যক্তি একাধিক প্রকল্প নিয়ে বসে থাকেন এবং ঢাকায় বসে থাকেন, এটা গ্রহণযোগ্য নয়। তিনি (প্রধানমন্ত্রী) আবার হুঁশিয়ারি দিয়েছেন যে, এটা সহ্য করবেন না। তিনি (প্রধানমন্ত্রী) আমাদেরকে বলেছেন, যথাযথ আইনি ব্যবস্থা নেন। সরকারের বিধিবিধানেই আছে। তিনি বলেছেন, এটা যেন আর না হয়।’

মহাপরিকল্পনা করে সেতু তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে তার (প্রধানমন্ত্রী) বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সারাদেশে আমরা পথে-ঘাটে সেতু বানাচ্ছি। তিনি (প্রধানমন্ত্রী) বললেন যে, আপনাদের থাকতে হবে মাস্টার প্ল্যানে। কোন নদীতে কোথায় কোন জায়গায় সেতু হবে, আপনারা এত বড় বড় বিভাগ আছেন, আপনারা মাস্টার প্ল্যান তৈরি করে রাখেন। তারপর সে অনুযায়ী কাজ করেন। অন দ্য স্পট ডিসিশন না নিয়ে মাস্টার প্ল্যান থেকে নেন। এটা আমাদের সবার নজরে রাখতে হবে।’

পূর্ববর্তী নিবন্ধআল জাজিরার প্রতিবেদন তথ্যভিত্তিক নয়, হলুদ সাংবাদিকতা
পরবর্তী নিবন্ধপদ্মা ব্যাংকের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন