এএসপি মিজানুর রহমানের ময়নাতদন্ত সম্পন্ন

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমানের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) সকালের দিকে ময়নাতদন্ত সম্পন্ন করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস।

ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে এএসপি মিজানুরের মরদেহ হস্তান্তর করা হয়।
ডা. প্রদীপ বিশ্বাস বলেন, মৃত ব্যক্তির শরীরের বিভিন্ন জায়গায় আঘাত ছিল, চামড়ার নিচে রক্ত জমাট এবং গলায় দাগ পাওয়া গেছে। তার ভিসেরা ফ্রিজআপ করা হয়েছে। ভিসেরা রিপোর্ট পেলে ময়নাতদন্ত রিপোর্ট দেওয়া হবে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গ সূত্র জানায়, এএসপি মিজানুর রহমানের ভাই মাসুম তালুকদার মরদেহ গ্রহণ করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গ ছেড়েছেন।

উল্লেখ্য, বুধবার (২১ জুন) দুপুরে রাজধানীর রূপনগর থানাধীন বেড়িবাঁধ এলাকায় রাস্তার পাশের একটি ঝোপ থেকে এএসপি মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধবাস টার্মিনালে ঘরমুখী মানুষের ভিড়
পরবর্তী নিবন্ধপুরস্কৃত হচ্ছেন রাষ্ট্রপতির গাড়ি থামানো সেই ট্রাফিক পুলিশ!