এই মূর্তি ইসলামী মূল্যবোধকে আঘাত করেছে: এরশাদ

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ন্যায়বিচারের প্রতীক হিসেবে হাইকোর্ট চত্বরে স্থাপিত গ্রিক দেবী থেমিসের মূর্তি প্রসঙ্গে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, ‘এই মূর্তি ইসলামী মূল্যবোধকে আঘাত করেছে।’

শনিবার দুপুরে রংপুর মহানগরীর দর্শনা এলাকায় নিজ বাসভবন ‘পল্লী নিবাসে’ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

এরশাদ বলেন, ‘এই মূর্তি ইসলামী মূল্যবোধকে আঘাত করেছে। প্রধানমন্ত্রী নিজেও বলেছেন- হাইকোর্টে ওই মূর্তি থাকা ঠিক নয়। এর আগে সেখানে দাঁড়িপাল্লা ছিল।’

তিনি বলেন, মূর্তি না সরালে ইসলামী দলগুলো তো আন্দোলন করবেই। এই আন্দোলনে তিনি অন্যায় কিছু দেখছেন না।

এসময় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘বিএনপি আগামী নির্বাচনে অংশ না নিলে তাদের দলের নিবন্ধন বাতিল হয়ে যাবে। ফলে তাদের নির্বাচনে অংশ নেয়া ছাড়া আর কোনো উপায় নেই।’

ভারতের সঙ্গে সামরিক চুক্তির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। কারণ চুক্তিতে কী কী বিষয় উল্লেখ করা আছে তা না জেনে কোনো মন্তব্য করা আমার ঠিক হবে না।’

তবে তিস্তা চুক্তির বিষয়ে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দৃঢ়ভাবে ঘোষণা করেছেন তাদের দুজনের (ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা) ক্ষমতায় থাকা কালেই তিস্তা চুক্তি হবে। আমি নিজেও মোদির আশ্বাসকে বিশ্বাস করতে চাই।’

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জেলা জাতীয় পার্টির নেতা আবদুর রউফ মানিকের প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে রংপুর মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফাকে দেখিয়ে তিনি বলেন, ‘আমি অনেক আগেই তাকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছি। এর কোনো পরিবর্তন হবে না।’

দলীয় প্রতীকে নিবার্চন হওয়ায় রংপুর সিটিতে তার প্রার্থীই মেয়র নির্বাচিত হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

এসময় জেলা জাতীয় পার্টির সভাপতি মোফাজ্জল হোসেন মাস্টার, মহানগর সাধারণ সম্পাদক ইয়াসির আহমেদসহ দলের অন্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধরোম্যান্টিক ছবিতে রোম্যান্স করতে চাই: সুস্মিতা
পরবর্তী নিবন্ধফ্রান্সে ভোটের অপেক্ষা