উল্টো সুর আফ্রিদির

পপুলার২৪নিউজ ডেস্ক:

কে যে কখন ডিগবাজি খান! ভারতের কাছে ১২৪ রানে (ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে) হারের পর পাকিস্তান দলের সমালোচনা করতে ছাড়েননি। অথচ সেই পাকিস্তান ১৯ রানে (ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে) দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিতেই উল্টো সুর শহীদ আফ্রিদির।

বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেটের সবটাই অনিশ্চিত। কখন, কী করে ফেলবে বলা যায় না। তাই এই দলকে খরচের খাতায় ফেলে দেয়াটা ভুল হবে।’

হঠাৎ করে পাকিস্তান দলের ওপর এত ভরসা জন্মাল কী করে? আফ্রিদি বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাকিস্তানের ক্রিকেটাররা যেভাবে লড়াই করেছে, তা উৎসাহ দেয়ার পক্ষে যথেষ্ট। আশা করি, এই ধারা ওরা বজায় রাখতে পারবে। পাকিস্তানের অনুরাগীদের মুখের হাসির রেখা মিলিয়ে যেতে দেবে না। বরং চওড়া করবে।’

হাসান আলীর পারফরমেন্স সবচেয়ে বেশি ভালো লেগেছে, সে কথা জানাতেও ভোলেননি আফ্রিদি। ওয়েবসাইট।

পূর্ববর্তী নিবন্ধ‘ঈদ উপলক্ষে সড়কে সব উন্নয়ন কাজ ১০ দিন বন্ধ’
পরবর্তী নিবন্ধনরসিংদীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার