ঈদের আগে-পরে ৬ দিন ফেরিতে ট্রাক পারাপার বন্ধ : নৌপরিবহন মন্ত্রণালয়

পপুলার২৪নিউজ প্রতিবেদক :
ঘরমুখী মানুষের যাতায়াতের সুবিধার্থে ঈদুল আজহার আগের তিনদিন ও পরের তিনদিন নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কুরবানির পশুবাহী ট্রাক ব্যতীত অন্যান্য সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

মঙ্গলবার বিআইড‌ব্লিউ‌টিএ ভবনের মু‌ক্তিযোদ্ধা স্মৃ‌তি মিলনায়তনে আসন্ন ঈদ উপলক্ষে নৌপথে যাত্রীদের সুষ্ঠু ও নিরাপদ চলাচল নি‌শ্চিতকরণে কর্মপন্থা গ্রহণের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া, ঈদের সময়কালীন স্বাভাবিক লঞ্চ চলাচল যাতে ব্যাহত না হয় এজন্য নৌপথে সকল ধরনের জাল পাতা বন্ধ এবং নৌযানে পর্যাপ্ত বয়া, বাতি ও মার্কিংয়ের ব্যবস্থা করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধসাকিবকে টপকে শীর্ষে জাদেজা
পরবর্তী নিবন্ধফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ হকি ফেডারেশন-এর মধ্যে চুক্তি স্বাক্ষর