‘ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে ৩ শতাধিক আনসার মোতায়েন করা হবে’

পপুলার২৪নিউজ ডেস্ক:

বিএনপির নীতি নির্ধারকরা বলছেন তারা শেখ হাসিনার অধীনে নির্বাচন করবে না। আবার একতরফা নির্বাচনও করতে দিবে না।

বিএনপি আসলে কি চায় তারা নিজেরাই জানে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় বিআরটিএ’র মোবাইল কোর্ট পরিচালনা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কের ১০টি পয়েন্টে ৩ শতাধিক আনসার মোতায়েন করা হবে। আর ৫টি পয়েন্টে ১৫টি আইপি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানান সেতুমন্ত্রী।

মহাসড়কের প্রবেশ পথগুলো দখলমুক্ত রাখার নির্দেশনাও দেন তিনি ।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএর আদালত ৩ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আব্দুস সালাম। এ সময় ২৮টি মামলা ও ২২ হাজার ৩ শত টাকা জরিমানা আদায় করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে বাড়ি থেকে সাড়ে তিন লাখ ইয়াবা উদ্ধার
পরবর্তী নিবন্ধসাহরির জন্য ডাকতে গিয়ে মিলল ভাইয়ের লাশ