ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করে চার যুবক নিজেরাই পুলিশের হাতে আটক

রাজু চৌধুরী-চট্টগ্রামের বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকার এক ভবন মালিকের কাছ থেকে চাঁদা চেয়ে ব্যর্থ হলে ইয়াবা দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করে ৪ চাঁদাবাজ তরুণ।  বৃহস্পতিবার দিবাগত রাতে ঘটনাটি ঘটে। আটকৃতরা হলেন, কালামিয়া বাজারের মো. রহিমের ছেলে মো. বাপ্পী (১৯),  সৈয়দ শাহ রোডের আব্দুস শুক্কুরের ছেলে মোঃ নিশান (১৮), শাহ আমানত হাউজিং সোসাইটির রফিকুল্লার ছেলে সিদ্দিকুর রহমান (২০) ও বাকলিয়া থানা কালামিয়া বাজারের বাসিন্দা আহম্মদ নুরের ছেলে ইয়াসিন বিন ফয়সাল (১৮)। পুলিশ জানায়, মো. নজরুল ইসলাম (৪৮) নামে এক ব্যাক্তি নগরীর কল্পলোক আবাসিকের বি-ব্লক বাড়ী নং- বি-১১৫ একটি বাড়ীর নির্মাণ কাজ করছেন। কিন্তু দীর্ঘদিন ধরে আটক ৪ যুবক বাড়ি নির্মাণের জন্য মালিকের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে আসছে। বুধবার রাতে পুলিশকে ফোন দিয়ে বাপ্পী জানায় ভবন মালিক নজরুলের বাসায় ইয়াবা আছে। তার দেয়া তথ্যমতে বাকলিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নজরুলের বাসা তল্লাশী করে। ইয়াবা না পেয়ে ফিরে আসার সময় বাপ্পী ও সিদ্দিকুর রহমান কৌশলে ওই বাসায় প্রবেশের চেষ্টা করে। এতে সন্দেহ হয় পুলিশের। পরবর্তীতে দুজনের দেহ তল্লাশী করে বাপ্পীর হাতের মুঠোয় ৪পিস  ইয়াবা পাওয়া যায়। পরে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে দুজনই ইয়াবা দিয়ে ভবন মালিককে ফাঁসানোর পরিকল্পনার কথা স্বীকার করে অপর ২ পরিকল্পনাকারীর নাম ও ঠিকানা প্রকাশ করে। তাদের দেয়া তথ্যমতে পুলিশ অভিযান চালিয়ে অপর দুই পরিকল্পনাকারীদের  আটক করা হয় । বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিনবলেন, আটকৃতদের বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজির নিয়মিত মামলা রুজু করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা করার পর আসামি মো. বাপ্পী বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় ।

পূর্ববর্তী নিবন্ধআমি মন্ত্রী থাকলে ১০ ঘণ্টার মধ্যে ওষুধ আনতাম: অলি আহমদ
পরবর্তী নিবন্ধজিলহজ মাসের চাঁদ দেখা গেছে , ঈদুল আজহা ১২ আগস্ট