ইসিতে বই উৎসব বন্ধের দাবিতে ঐক্যফ্রন্টের চিঠি

সাইদ রিপন:
এবারের বই উৎসব নিয়ে আপত্তি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। জোটটির দাবি পহেলা জানুয়ারির পরিবর্তে এবার নির্বাচনের আগে এটি করায় তা বন্ধের দাবিতে ইসিতে ঐক্যফ্রন্ট চিঠি দিয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২৪ ডিসেম্বর বই উৎসব করা হলে নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন হবে। রোববার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন স্বাক্ষরিত চিঠি সিইসির দফতরে জমা দেন গণফোরামের দফতর সসম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু।
চিঠিতে বলা হয়, আগামী ২৪ ডিসেম্বর দেশে বই উৎসব উদ্বোধনের ঘোষণা দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উৎসবের উদ্বোধন করার কথা রয়েছে। আমরা মনে করি এ ধরনের কর্র্মসূচি একজন প্রার্থী হিসেবে শেখ হাসিনাকে বিশেষ সুবিধা দেবে। দেশের বর্তমান প্রধানমন্ত্রী ছাড়াও তিনি একটি রাজনৈতিক দলের প্রধান ও গোপালগঞ্জ-৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী। ইতিপূর্বে সময় এই বই উৎসব ৩০ ডিসেম্বর উদ্বোধন করা হয়। ১/২ জানুুয়ারী বই উৎসব করা হলে কোনো ক্ষতি নেই। কিন্তু নির্বাচনের কয়েকদিন আগে ২৪ ডিসেম্বর তড়িঘড়ি করে এই উৎসব উদ্বোধনের মাধ্যমে ক্ষমতাসীন দলকে বিশেষ সুবিধা দেয়ার সামিল হবে। বই উৎসবের মতো একটি অনুষ্ঠান কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির ব্যক্তিগত ভাবমূর্তি বাড়ানোর কাজে ব্যবহার করা নির্বািচনী আচিরনবিধির সুষ্পষ্ট লঙ্ঘন। এ ধরণের ঘটনা নির্বাচনে প্রভাব ফেলতে পারে, যা গোপালগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বীতাকারী অন্য প্রার্থীসহ সারাদেশের প্রার্থীদের অধিকারকে লঙ্গন করবে। নির্বাচনের আগে ২৪ ডিসেম্বর বই উৎসব কর্মসূচি উদ্বোধন না এবং বই উৎসব বন্ধের কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি নির্দেশ প্রদানে সিইসিকে চিঠিতে অনুরোধ জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধএসবিএসি ব্যাংকের ভোলা শাখা উদ্বোধন
পরবর্তী নিবন্ধজনগণের ভোট ছিনিয়ে নেয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ: মান্না