ইসলামী ব্যাংকে রেমিট্যান্স পাঠিয়ে ফ্রিজ জিতলেন গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিট্যান্স পাঠিয়ে রেফ্রিজারেটর জিতেছেন গ্রাহকরা।

মাসব্যাপী ঈদ রেমিট্যান্স ক্যাম্পেইনের প্রথম সপ্তাহের বিজয়ী হয়েছেন নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের টানবাজার উপশাখার গ্রাহক মোসা. হামিদা, ফেনীর পরশুরাম এসএমই শাখার অধীন এজেন্ট আউটলেটের গ্রাহক মো. এয়াকুব ও চট্টগ্রামের সীতাকুন্ড শাখার অধীন এজেন্ট আউটলেটের গ্রাহক অজিফা খাতুন।

সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খানের উপস্থিতিতে ড্র হয়; সেখানে যথাক্রমে মরিশাস, ওমান ও কাতার হতে পাঠানো রেমিট্যান্সের পরিপ্রেক্ষিতে এ তিনজন বিজয়ী হন।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেয় ইসলামী ব্যাংক।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. রফিকুল ইসলাম, ফরেন রেমিট্যান্স সার্ভিসেস ডিভিশন প্রধান মো. মোতাহার হোসেন মোল্লা ও ওভারসিস ব্যাংকিং ডিভিশন প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

আগামী ৩১ মে পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে। এতে বিশ্বের যেকোনো দেশ থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ইসলামী ব্যাংকে রেমিট্যান্স পাঠানো ব্যক্তিদের সপ্তাহে ৩টি করে ১২টি ফ্রিজার উপহার দেওয়া হবে।

এছাড়া শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেট থেকে ৫০ হাজার রেমিট্যান্স সুবিধাভোগীকে দেওয়া হবে ব্যাকপ্যাক।

পূর্ববর্তী নিবন্ধবরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রোভিসি-কোষাধ্যক্ষকে অব্যাহতি
পরবর্তী নিবন্ধপুলিশ কিলার ফোর্স নয়, বড়জোর শটগান থাকতে পারে : আইজিপি