ইসরায়েলি বর্বরতায় এক বছরে ১৫ ফিলিস্তিনি শিশু নিহত

পপুলার২৪নিউজ ডেস্ক:
ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর বর্বরতার শিকার হয়ে গত এক বছরে ১৫ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। এ সময়ে বন্দি করা হয়েছে ৩০০ শিশুকে।

ফিলিস্তিনের পরিসংখ্যান এজেন্সির তথ্যমতে, পশ্চিম তীর এবং গাজায় এসব হত্যা ও গ্রেফতারের ঘটনা ঘটেছে।

ফিলিস্তিন সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিসটিক্স (পিসিবিএস) রোববার এক বিবৃতিতে এ তথ্য উল্লেখ করেছে।

এতে বলা হয়, গত এক বছরে ১৫ শিশুকে হত্যা করা হয়েছে। আর বর্তমানে ইসরায়েলের হাতে ৩০০ শিশু বন্দি রয়েছে। এর আগের বছর ইসরায়েলের নিরাপত্তা বাহিনী ফিলিস্তিনের ৩৫ শিশুকে হত্যা করে।

রামাল্লাহকেন্দ্রিক পিসিবিএসের মতে, ২০১৫ সাল থেকে এ পর্যন্ত ফিলিস্তিনের প্রায় ৪ হাজার শিশুকে গ্রেফতার করা হয়েছে। তবে তাদের অধিকাংশকে পরে ছেড়ে দেয়া হয়।

বিশ্ব শিশু দিবস উপলক্ষে পিসিবিএস এ রিপোর্ট প্রকাশ করে। তবে এ ব্যাপারে ইসরায়েল কর্তৃপক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

পূর্ববর্তী নিবন্ধছাত্রীর হিজাব খুলতে বাধ্য করায় বিপাকে শিক্ষক!
পরবর্তী নিবন্ধনীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১