ইসরায়েলি হামলায় এক সপ্তাহে শতাধিক ত্রাণকর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় ইসরায়েলি হামলায় গত এক সপ্তাহে শতাধিক ত্রাণকর্মী নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর চালানো আট হামলায় এ নিহতের ঘটনা ঘটে। বুধবার (২০ মার্চ) গাজার মিডিয়া অফিস এ তথ্য জানায়।

তাছাড়া নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। এতে নিহতের সংখ্যা বেড়ে ৩১ হাজার ৯২৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৭৪ হাজার ৯৬ জন।

গাজায় গত কয়েকদিন ধরে বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। এতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা। এছাড়া বিভিন্ন স্থানে বাড়ি-ঘরও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। এখন পর্যন্ত গাজার বিভিন্ন স্থানে অবিরাম হামলা অব্যাহত রয়েছে। পাঁচ মাসের বেশি সময় ধরে চলা এই সংঘাত বন্ধের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না।

পূর্ববর্তী নিবন্ধএডিপি বাস্তবায়নে ধীরগতি, ৮ মাসে খরচ সাড়ে ৮৫ হাজার কোটি টাকা
পরবর্তী নিবন্ধদেশে প্রথম কমোডিটি এক্সচেঞ্জ চালুর সনদ পেল সিএসই