ইশরাককে মেয়র ঘোষণা না দিলে সব সেবা বন্ধের হুমকি কর্মচারীদের

নিজস্ব প্রতিবেদক

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে বুধবার (২১ মে) সকাল ১০টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। এ সময়ের মধ্যে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।

মঙ্গলবার (২০ মে) বিকেলে ষষ্ঠ দিনের অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন সরকারের সাবেক সচিব মশিউর রহমান।

এসময় তিনি বলেন, আমরা আগামীকাল সকাল ১০টা পর্যন্ত অপেক্ষা করবো। এরমধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত না এলে আবারও সকাল ১০টায় একত্রিত হয়ে আরও কঠোর কর্মসূচি পালন করবো। একই সঙ্গে ঢাকা অচলেরও হুমকি দেন তিনি।

এসময় কর্মসূচি ঘোষণার মঞ্চে এ আন্দোলন এবং দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন ঢাকা সিটি করপোরেশনের সর্বস্তরের কর্মচারী ইউনিয়ন। তাদের পক্ষ থেকে তাদের নগরবাসীর প্রত্যেক নাগরিক সেবা বন্ধের ঘোষণা দেওয়া হয়।

এসময় ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত হয়ে আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন। তারা ঘোষণা করেন, আগামীকাল সকাল ১০টার মধ্যে দাবি মানা না হলে এরপর থেকে পরিচ্ছন্নতা সেবা, ময়লা পরিবহন সেবা এবং বিদ্যুৎ সেবা (সড়কবাতি)-সহ সব ধরনের নাগরিক সেবা বন্ধ করে দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধকালো টাকা সাদা করার সব সুযোগ চিরতরে বাতিল চায় টিআইবি
পরবর্তী নিবন্ধমার্চ টু যমুনা: পুলিশের বাধায় কাকরাইল মোড়ে অবস্থান শ্রমিকদের