ইরাকে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ২০

পপুলার২৪নিউজ ডেস্ক:
উত্তর ইরাকের তুজ খুরমাতু শহরে একটি গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং হাসপাতাল কর্তৃপক্ষ।

সংবাদ সংস্থা আলজাজিরার খবরে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার দেশটির তুজ খুরমাতু শহরে একটি মার্কেটের নিকটে এ বিস্ফোরণ ঘটানো হয়।
এতে ২০ জন নিহত হন এবং আহত হন অনেকে।

খবরে আরো বলা হয়েছে, তুজ খুরমাতু শহরটি বাগদাদের ২০০ কিলোমিটার উত্তরে অবস্থিত। আর এটি ইরাকের একটি বিতর্কিত এলাকা হিসেবে পরিচিত। কারণ এই শহরটিকে নিয়ে কুর্দির আঞ্চলিক সরকার ও ইরাকের কেন্দ্রীয় সরকারের মধ্যে বিরোধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, এই অঞ্চলটি ইরাকের অন্যতম ভয়ংকর সংঘর্ষপ্রবণ এলাকা। গত মাসেই কুর্দিশ বাহিনীকে হটিয়ে তুজ খুরমাতু শহরের দখল নেয় ইরাকি সেনা।
সূত্র : আলজাজিরা

পূর্ববর্তী নিবন্ধনাইজেরিয়ায় মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ৫০
পরবর্তী নিবন্ধ বৃহস্পতিবার আদালতে যাবেন খালেদা জিয়া