ইমরান এইচ সরকারের ওপর হামলার প্রতিবেদন পেছাল

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পিছিয়েছে। আগামী ২০ ডিসেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।

মামলাটির তদন্ত কর্মকর্তা বুধবার তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মো. গোলাম নবী প্রতিবেদন দাখিলের নতুন এ দিন ধার্য করেন।

মামলার এজহার থেকে জানা যায়, গত ১৭ আগস্ট সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সামনে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ করছিলেন ইমরান এইচ সরকারসহ গণজাগরণ মঞ্চের কর্মীরা। এসময় একদল যুবক তাদের সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হওয়ার এক পর্যায়ে ইমরানের ওপর হামলা চালায়।

এ ঘটনায় ওইদিন রাতেই গণজাগরণ মঞ্চের কর্মী নাসিরউদ্দিন সোহাগ বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি করেন।

 

পূর্ববর্তী নিবন্ধমোদির গলা কাটতে বিহারে অনেকেই প্রস্তুত!
পরবর্তী নিবন্ধআমার ছবিতে বলিউড সুপারস্টারদের চাই না:ইরানি পরিচালক