ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট জ্যামে আটকে হেঁটে অনুষ্ঠানে গেলেন [ভিডিও]

পপুলার২৪নিউজ ডেস্ক :

 রাষ্ট্রপতিও আটকে পড়েন ট্রাফিক জ্যামে । পরে বাধ্য হয়ে রাষ্ট্রপ্রধানকেও হেঁটে গন্তব্যস্থলে পৌঁছাতে হয়।

অবাক করার মতো এমন ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ায়। দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদোর বহনকারী গাড়ি জ্যামে আটকে গেলে তিনি হেঁটে গিয়ে সেনাবাহিনীর কুচকাওয়াজে অংশ নেন।

বৃহস্পতিবার সামরিক বাহিনীর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুচকাওয়াজে অংশ নিতে বের হয়েছিলেন জোকো উইদোদো। পথে জ্যামে আটকে গেলে গাড়ি থেকে নেমে দুই কিলোমিটার হেঁটে অনুষ্ঠানস্থলে পৌঁছান তিনি। খবর এএফপি।

উইদোদোর নিরাপত্তারক্ষী ইলি দাসিলি জানান, জ্যামে আটকে পড়ে ৩০ মিনিট অপেক্ষার পর প্রেসিডেন্ট গাড়ি থেকে নেমে হেঁটেই অনুষ্ঠানে যোগ দেন।

এ সময় দেশটির পুলিশ প্রধান টিটু কারনাভিয়ানও জ্যামে আটকে ছিলেন। প্রেসিডেন্টের পর তিনিও হেঁটে অনুষ্ঠানে যান।

প্রেসিডেন্টের প্রাসাদ থেকে জানানো হয়, উইদোদো এবং জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা সিলেগন শহরে সামরিক কুচকাওয়াজে অংশ নিতে বের হওয়ার পর পথে জ্যামে আটকা পড়েন।

প্রেসিডেন্টের এই হেঁটে যাওয়ার এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়।

পূর্ববর্তী নিবন্ধশনিবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার ফেরার তারিখ ঠিক হয়নি এখনো